ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পারস্পরিক সংঘাতে প্রাণ গেল কিশোরের, ছুরিকাঘাতকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
পারস্পরিক সংঘাতে প্রাণ গেল কিশোরের, ছুরিকাঘাতকারী গ্রেফতার

চট্টগ্রাম: নগরে দুই দল কিশোরের মধ্যে ঝগড়ার জেরে ফাহিম নামে এক কিশোর খুনের ঘটনায় ছুরিকাঘাতকারী ১৪ বছর বয়সী কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ফাহিম খুন হওয়া ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছুরিকাঘাতকারী কিশোরকে শনাক্ত ও বিস্তারিত পরিচয় সংগ্রহ করা হয়।

 

তিনি বলেন,  গ্রেফতার কিশোরের দেওয়া তথ্যে নগরের সরাইপাড়া থেকে তাদের গ্রুপের এক কিশোরের বাসা থেকে দুইটি ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় ফাহিমের পিতার মো. জহিরের দায়ের করা মামলায় এ নিয়ে দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (১৮ এপ্রিল) রাতে কিশোরগঞ্জ জেলার নিকলী থানা এলাকা থেকে ১৪ বছর বয়সী ওই কিশোরকে গ্রেফতার করা হয়। এর আগে পাহাড়তলী থানার ঈদগাঁ কাঁচা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।