ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউ’র ইংরেজি বিভাগে বই প্রকাশনা অনুষ্ঠান 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
সিআইইউ’র ইংরেজি বিভাগে বই প্রকাশনা অনুষ্ঠান  ...

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হলো বিশিষ্ট কথাসাহিত্যিক, অনুবাদক এবং ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহর লেখা ‘অ্যা স্ট্রেঞ্জ কোইন্সিডেন্স অ্যান্ড আদার স্টোরিজ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান।

সম্প্রতি সিআইইউর আমেরিকান কর্নারে ইংরেজি বিভাগ বই বিষয়ক এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় বইটির লেখক সিআইইউর স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ জানান, বইটিতে মোট ১১টি গল্প রয়েছে। জীবনের বিভিন্ন পর্যায়ের অসংলগ্নতার বিষয়গুলো অত্যন্ত চমৎকারভাবে পাঠকদের জন্য ফুটিয়ে তোলা হয়েছে।
 

সিআইইউর ইংরেজি বিভাগের প্রধান রিফাত তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বইটির নানান দিক ও লেখকের চিন্তা-দর্শন নিয়ে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া, সারওয়ার মোরশেদ, সিআইইউর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহ আহমেদ, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবদুর রহিম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিআইইউর প্রভাষক সানজিদা আফরীন। দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানের শেষে বইটি নিয়ে নিয়ে পাঠকদের নানান কৌতূহলের জবাব দেন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।