ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাংলা নববর্ষ উপলক্ষে সাউদার্ন ইউনিভার্সিটিতে নানা আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
বাংলা নববর্ষ উপলক্ষে সাউদার্ন ইউনিভার্সিটিতে নানা আয়োজন ...

চট্টগ্রাম: বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র উদ্যোগে আয়োজন করা হয় গান, নাচ, আবৃত্তিসহ নানান অনুষ্ঠান।

বুধবার (১৪ এপ্রিল) সকালে নগরের বায়েজিদ, আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীসহ শিক্ষার্থীরা।  

সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ, এসো, এসো...’ গেয়ে নতুন বর্ষকে বরণ করে নেন উপস্থিত সকলে।

এরপর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনায় মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল। ‘সুখী সমৃদ্ধ আগামী এবং শিক্ষার আলোয় আলোকিত হোক জাতি’ এ প্রত্যাশা নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।