ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদক মামলায় একজনের ৮ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
মাদক মামলায় একজনের ৮ বছরের কারাদণ্ড প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের আকবরশাহ থানার মাদক মামলায় হাসেম নামে একজনকে ৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার (১০ এপ্রিল) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি মো. হাসেম কক্সবাজার জেলার টেকনাফ থানার হিলি এলাকার মৃত জগির আহম্মেদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর নগরের আকবরশাহ থানার একে খান  মোড় এলাকার শ্যামলী বাস কাউন্টারের দক্ষিণ পাশে রাস্তার ওপর থেকে হাসেমকে আটক করা হয়।

পরে তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর কর্মকর্তা মোজাম্মেল হক বাদি হয়ে আকবরশাহ থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর কর্মকর্তা সাকিরা রহমান।  

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, মাদকের মামলায় হাসেম নামের এক আসামিকে ৮ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।