ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বাজার মনিটরিংয়ে ৩৭ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
চট্টগ্রামে বাজার মনিটরিংয়ে ৩৭ হাজার টাকা জরিমানা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

চট্টগ্রাম: রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ মামলায় ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।  

রোববার (১০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের সদরঘাট, কোতোয়ালী, ডবলমুরিং, বায়েজিদ, খুলশী, পাঁচলাইশ, আকবরশাহ, পাহাড়তলী ও হালিশহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন সরকার ও আবদুল্লাহ আল মামুন নগরের সদরঘাট, কোতোয়ালী, ডবলমুরিং, বায়েজিদ, খুলশী, পাঁচলাইশ, আকবরশাহ, পাহাড়তলী ও হালিশহর এলাকার বাজার মনিটরিং করেন। বাজার মনিটরিংকালে মূল্যতালিকা প্রদর্শন না করায় এবং ধার্য্যকৃত মূল্যের বেশি বিক্রি করায় ৭টি মামলায় ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, বাজার মনিটরিং টিমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৭ মামলায় ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।