ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাথর নিক্ষেপের ঘটনায় চবির শাটল ট্রেনে অভিযান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
পাথর নিক্ষেপের ঘটনায় চবির শাটল ট্রেনে অভিযান ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে বহিরাগতদের পাথর নিক্ষেপে গত এক সপ্তাহে ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীদের নিরাপদ ট্রেন যাত্রা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

শনিবার (৯ এপ্রিল) সকালে ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া ৯টা ২০ মিনিটের ট্রেনে পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম।  

ড. শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় প্রায় প্রতিদিনই শিক্ষার্থীরা আহত হচ্ছে।

আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে বেশ কয়েকবার এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে আমরা শাটলে অভিযান চালিয়েছি। বহিরাগত যারা ট্রেনে উঠেছে তাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

এর আগে ৮ এপ্রিল রাতে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দুই শিক্ষার্থী আহত হন। এদিন রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাথর নিক্ষেপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্মারকলিপি দেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। বিষয়টি আমলে নিয়ে শনিবার শাটলে অভিযান চালায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।