ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ১ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
চট্টগ্রামে ১ জনের করোনা শনাক্ত ...

চট্টগ্রাম: গত ২৪ ঘন্টায় ২৪৩টি নমুনা পরীক্ষা করে নগরে ১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার দশমিক ৪১ শতাংশ।

শনিবার (৯ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে চট্টগ্রামের ১৭টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

এ পর্যন্ত নগরে ৯২ হাজার ৯৫ জন এবং ১৫টি উপজেলায় ৩৪ হাজার ৫৩৮ জন সহ মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩৩ জন। এছাড়া মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬২ জনের। এদের মধ্যে নগরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৮ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সূত্রমতে, চট্টগ্রামে টিকার জন্য নিবন্ধন করেছেন ৪১ লাখ মানুষ। মোট জনসংখ্যা ৯৫ লাখ ৫১ হাজার ৬০৫ জন। সিটি করপোরেশনের আওতাভুক্ত ৩৫ লাখ ৯৭৭ জন। বিভিন্ন উপজেলায় আছেন ৬০ লাখ ৪৫ হাজার ৬২৮ জন। এর মধ্যে টিকার জন্য বিবেচিত হয়েছেন ২৫ বছরের বেশি বয়সী নাগরিক ও ১৮ বছর বা তদুর্ধ্ব শিক্ষার্থীরা। এই জনসংখ্যার ২৫ শতাংশ মানুষকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। উভয় ডোজ পেয়েছেন ১৫ শতাংশ। চলছে বুস্টার ডোজ প্রদান কার্যক্রমও।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।