ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মানুষের সেবা করতে বিত্তের পাশাপাশি চিত্তের প্রয়োজন: নাছির 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
মানুষের সেবা করতে বিত্তের পাশাপাশি চিত্তের প্রয়োজন: নাছির  আট শতাধিক মানুষের মধ্যে ঈদের ভোগ্যপণ্য বিতরণ।

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মানুষের সেবা করতে বিত্তের পাশাপাশি চিত্তের প্রয়োজন। এ সমাজে অনেক বিত্তবান মানুষ আছেন।

তবে মানুষের সুখে দুঃখে এগিয়ে আসেন এমন বিত্তবানের বড়ই অভাব। পবিত্র রমজানে মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসে কাউন্সিলর শৈবাল দাশ সুমন এলাকাবাসীর মধ্যে ঈদের ভোগ্যপণ্য বিতরণ করছেন।
তার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

শুক্রবার (৮ এপ্রিল) জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের ব্যক্তিগত উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারে এলাকাবাসীর মধ্যে ঈদের ভোগ্যপণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, কার্যকরী সদস্য বেলাল আহমদ, মো. ফারুক চৌধুরী, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুল, সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহসভাপতি হাজি সাহাবউদ্দিন, রঞ্জন রশ্মি বড়ুয়া, ১ নম্বর ইউনিটের সভাপতি মৃদুল দাশ, ৩ নম্বর ইউনিটের সভাপতি জাহাঙ্গীর মোস্তফা, ২ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ ইমু, ৩ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক বাবুল দেব রায়, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, নগর ছাত্রলীগ নেতা প্রকৌশলী সৈকত দাশ, চুয়েট ছাত্রলীগ নেতা মো. রাকিব উদ্দিন চৌধুরী, অনুপম দে, মহানগর তাঁতি লীগ নেতা যীশু কুমার তালুকদার প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে আট শতাধিক মানুষের মধ্যে ঈদের ভোগ্যপণ্য বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।