ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চাক্তাই হিফস অ্যাগ্রো ফুডকে লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
চাক্তাই হিফস অ্যাগ্রো ফুডকে লাখ টাকা জরিমানা চসিকের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভোগ্যপণ্য উৎপাদনের অপরাধে নগরের চাক্তাই আমিন হাজি সড়কের হিফস অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, চাক্তাইয়ে অভিযানের পাশাপাশি রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে কর্নেলহাটে বাজার মনিটরিং ও মূল্য তালিকা যাচাই করা হয়।

এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টাঙানোর দায়ে ৬ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।  

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যরা সহায়তা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।