ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বোম্বেওয়ালার মাটন হালিম ৭৫০ টাকা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
বোম্বেওয়ালার মাটন হালিম ৭৫০ টাকা! ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বোম্বেওয়ালার দোকান হিসেবে পরিচিত রয়েল বাংলা সুইট হাউসে প্রতি কেজি মাটন হালিম ৭৫০ ও চিকেন হালিম ৬০০ টাকা বিক্রি হচ্ছে এবার।

রোববার (৩ এপ্রিল) বেলা দেড়টা থেকে নগরের এনায়েতবাজার মোড়ের বাটালি রোডের এ দোকানে ইফতার কিনতে আসা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

দম ফেলার ফুরসত মিলছে না বিক্রয়কর্মীদের।

তারা জানান, এবার ভোজ্যতেলসহ বিভিন্ন উপকরণের মূল্যবৃদ্ধির সঙ্গে মিলিয়ে দাম গতবারের চেয়ে কিছুটা বেশি নেওয়া হচ্ছে।

ভেজিটেবল পাকোড়া কেজি ২৮০, লাচ্ছা সেমাই ৩০০ টাকা, হালুয়া ৪০০ টাকা, আনজির হালুয়া ১২০০ টাকা, জিলাপি ৩৮০ টাকা, ফিরনি ৩০০ টাকা, আফলাতুন ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

প্রতিপিস সমুচা ২৫, কাবাব ২৫, আলুর চপ ২৫ টাকা বিক্রি হচ্ছে। মূলত জিলাপি, হালুয়া, চপ ও হালিমের চাহিদা বেশি এ দোকানে।

দোকানি আলী আজগর জানান, এটি ৬০ বছরের পুরোনো দোকান। দাদা-বাবার পর আমি ব্যবসা দেখছি। আলহামদুলিল্লাহ ইফতার সামগ্রী ভালো বিক্রি হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।