ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

চট্টগ্রাম: আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে হাটহাজারী উপজেলার বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান।

শনিবার(২ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত হাটহাজারী উপজেলার বড় বাজারে এ অভিযান চালিয়েছে।

 এসময় দোকানে মূল্য তালিকা না থাকায় ৭টি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু রায়হান বাংলানিউজকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ৭টি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২ এপ্রিল, ২০২২
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।