ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুস্থ এক হাজার পরিবার পেলেন ইফতার সামগ্রী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
দুস্থ এক হাজার পরিবার পেলেন ইফতার সামগ্রী

চট্টগ্রাম: রমজান উপলক্ষে অসহায় দুস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (২ এপ্রিল) সকালে নগরীর রিমা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক উপ সম্পাদক ফরহাদুল ইসলাম রিন্টুর ব্যবস্থাপনায় এদিন জামালখান ওয়ার্ডের ১ হাজার পরিবারকে দেওয়া হয়ে এসব সামগ্রী।  

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, করোনা থেকে শুরু করে যখনই কোনো দুর্যোগ বা দুর্ঘটনা হয় সবার আগে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা’র কর্মীরায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন।

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কর্মীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী মাহে রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন।  
 
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক উপ সম্পাদক ফরহাদুল ইসলাম রিন্টু সভাপতিত্বে, সেচ্ছাসেবক লীগে নেতা মনির হোসেন ও নিজাম উদ্দিন সাইফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, নগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ ইফতেখার সায়মন, চন্দন ধর।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বাবুল, সহ-সভাপতি শাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা, রুমকি সেনগুপ্ত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।