ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘মুক্তিযুদ্ধের চেতনায় রুখতে হবে স্বাধীনতাবিরোধী সব অপশক্তি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
‘মুক্তিযুদ্ধের চেতনায় রুখতে হবে স্বাধীনতাবিরোধী সব অপশক্তি’ বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী।

চট্টগ্রাম: স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় রুখতে হবে স্বাধীনতাবিরোধী সব অপশক্তি।

প্রত্যেককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। কেননা এ দেশ বঙ্গবন্ধুর, এ দেশ বাঙালির, এ দেশ আমার আপনার সবার।

জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে বাঙালির জাতীয় জীবনের অনন্য মাস অগ্নিঝরা মার্চের মাসব্যাপী কর্মসূচির সমাপনীতে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।  

বুধবার (৩০ মার্চ) বিকেলে সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী।  

আলোচনায় অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, নগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, সহ-সভাপতি ফোরকান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, অ্যাডভোকেট ইফতেখার রাসেল, সাংগঠনিক সম্পাদক সাহেদ মুরাদ শাকু, নারীনেত্রী অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, আজম উদ্দিন মাহমুদ, আরিফ মঈনুদ্দিন, নুরুল হুদা চৌধুরী, কামাল উদ্দিন, অ্যাডভোকেট মিলাদুল আমিন, রাজীব চন্দ, মুস্তাফিজুর রহমান বিপ্লব, সোহেল ইকবাল, দীপন দাশ, শহিদুল আলম লিটন, নবী হোসেন সালাউদ্দিন, মো. গিয়াস উদ্দিন, ইমরান হোসেন মুন্না, শীলা চৌধুরী, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, ইব্রাহিম চৌধুরী, এমএইচ মানিক, ইসমে আজিম আসিফ, এসএম রাফি, সিরাজুদ্দৌল্লাহ দৌলত, জামাল আহমেদ সোহেল, সাইফুল ইসলাম, মো. মাঈন উদ্দিন, মো. করিম প্রমুখ।

বক্তারা বলেন, বাঙালির স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধুর অসম সাহসী ও দূরদর্শী নেতৃত্বে রক্তপিচ্ছিল স্বাধিকার-স্বাধীনতা আন্দোলন সর্বোপরি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালির বিজয় এসেছে। জাতি হিসেবে আমরা এতোটা দুর্ভাগা যে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেও দেশে জাতীয় ও আন্তর্জাতিক  শত্রুদের ষড়যন্ত্র শেষ হয়নি। সুযোগ পেলেই ওরা ছোবল মারতে চায়। জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে তাচ্ছিল্য করেই চলেছে কিছু তথাকথিত রাজনীতিক যাদের এহেন জঘন্য কর্মকাণ্ড হীনমন্যতা ও অপরাধ অমার্জনীয়। এদের আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা,  মার্চ ৩০, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।