ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নবীনদের বরণ করলো সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্ট ফোরাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
নবীনদের বরণ করলো সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্ট ফোরাম ...

চট্টগ্রাম: উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২০-২১ সেশনে ১ম বর্ষের সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ‘সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্ট ফোরাম, চবি’।

বুধবার (৩০ মার্চ ) দুপুরে সেন্ট্রাল লাইব্রেরি অডিটোরিয়ামে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

‘সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্ট ফোরাম, চবি’ সভাপতি জয় বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা সবাই পাশে আছি।

তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এখন স্বাধীন। তবে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। স্বাধীনতার সঙ্গে কিছু বাধ্যবাধকতা থাকে। সবকিছুই শৃঙ্খলার মধ্যে হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের প্রভোস্ট ও সমুদ্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওয়াহিদুল আলম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নঈম উদ্দীন হাসান চৌধুরী। বক্তব্য রাখেন মাইন উদ্দীন, আজাদ হোসেন, হোসাইন ইকবাল, পিকলু,নীল, ফারাবী, বেলাল হাসেম মো. সামি। নবীনদের পক্ষে বক্তব্য রাখেন আবু সালেহ ও সাফায়েত।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ৩০ মার্চ, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।