ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফুলেল ফুড ও আল মক্কা হোটেলকে ৫ লাখ টাকা জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
ফুলেল ফুড ও আল মক্কা হোটেলকে ৫ লাখ টাকা জরিমানা  চসিকের অভিযান।

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টান্ন ও বেকারি পণ্য উৎপাদন করায় মোহরার ফুলেল ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অস্বাস্থ্যকর খাবার তৈরি ও বাসি খাদ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় মুরাদপুরের মক্কা হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বুধবার (৩০ মার্চ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।  

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন নেতৃত্ব দেন।

তিনি নগরের পাঠানটুলী, চৌমুহনী ও হালিশহর রোডের ফুটপাত ও রাস্তা দখল করে দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী স্তূপ করে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৭ দোকানিকে ২৪ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা সদস্যরা করেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।