ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বেচতে ঢাকা থেকে জাল নোট কেনা! 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
চট্টগ্রামে বেচতে ঢাকা থেকে জাল নোট কেনা!  ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫১ হাজার টাকার জাল নোটসহ মো. জাকির (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে শাহী চাটগাঁ হোটেলের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) আহমেদ পেয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাহী চাটগাঁ হোটেলের ভেতর জাল নোট বিক্রির জন্য একজন অবস্থান করছে। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে শাহী চাটগাঁ হোটেলের ভেতর থেকে পালানোর চেষ্টা কালে মো. জাকিরকে গ্রেফতার করা হয়।
তার দেহ তল্লাশিকালে লুঙ্গির কোচায় কালো পলিথিনে মোড়ানো ১ হাজার টাকার জাল নোট ১০৫টি ও ৫০০ টাকার জাল নোট ৯২টি উদ্ধার করা হয়।  

তিনি জানান, জাল নোটগুলো ঢাকার সাগরের কাছ থেকে বেচার উদ্দেশ্যে কিনে চট্টগ্রামে এনেছিল। জাকির আগে ঢাকার সদরঘাট এলাকায় হোটেলে চাকরির সূত্রে সাগরের সঙ্গে পরিচয় হয়। জাকিরের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে। মামলার জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ৩০ মার্চ, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।