ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী দম্পতিকে কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী দম্পতিকে কারাদণ্ড 

চট্টগ্রাম: ঋণ নিয়ে পরিশোধ না করায় মেসার্স চট্টগ্রাম এগ্রো প্রোডাক্টসের স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. শাহ আলম এবং তাঁর স্ত্রী আয়েশা বেগমকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার ১৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৯৯৭ টাকার দাবিতে মামলাটি করা হয়। অর্থঋণ আদালতের জারি মামলা নম্বর ১২৬/২১।

 

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বাংলানিউজকে বলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার ঋণখেলাপি মামলায় মেসার্স চট্টগ্রাম এগ্রো প্রোডাক্টসের স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. শাহ আলম এবং তাঁর স্ত্রী আয়েশা বেগমকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।