ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফেসবুকে স্ট্যাটাস, আইনজীবী সমিতি থেকে বহিষ্কার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
ফেসবুকে স্ট্যাটাস, আইনজীবী সমিতি থেকে বহিষ্কার  ...

চট্টগ্রাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইনজীবী সমিতি নিয়ে কটাক্ষ ও আইনজীবীদের নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে হাসনা হেনা (৪৬) নামে সমিতির এক সদস্যকে।

সোমবার (২৮ মার্চ) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

 হাসনা হেনা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন।  

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বাংলানিউজকে বলেন, হাসনা হেনা নামে এক আইনজীবী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইনজীবীদের নিয়ে মানহানিকর স্ট্যাটাস ও অসদ আচরণ করেছেন।

আইনজীবী সমিতিকে নিয়ে কটাক্ষ করেছেন। তার বিরুদ্ধে তিন আইনজীবী সমিতিতে অভিযোগ দিয়েছিলেন। হাসনা হেনাকে নোটিশ দেওয়া হয়েছিল, ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেটার জবাব দেননি।  হাসনা হেনাকে সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সমিতির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এমআই//টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।