ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিপ্লব উদ্যানে মির্জা ফখরুলের শ্রদ্ধা, যাওয়া হলো না কালুরঘাট

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
বিপ্লব উদ্যানে মির্জা ফখরুলের শ্রদ্ধা, যাওয়া হলো না কালুরঘাট ...

চট্টগ্রাম: নগরের ষোলশহর দুই নম্বর গেইট এলাকার শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

রোববার (২৭ মার্চ) বেলা একটার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুলের গাড়িবহর কালুরঘাট বেতার কেন্দ্রের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।

দুই নম্বর গেইট এলাকায় পুলিশের বাধার মুখে গাড়ি থেকে নেমে আসেন বিএনপির মহাসচিবসহ অন্যান্য নেতারা। এসময় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথা কাটাকাটি হয়।
বাধা পেয়ে তাদের গাড়ি বহর বিএনপির সমাবেশ স্থল পলোগ্রাউন্ড মাঠের দিকে চলে যায়। এসময় সেখানে ছাত্রলীগের একটি মিছিল এলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে আমরা কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ বাধা দিয়েছে। তাই সেখানকার কর্মসূচি বাদ দিয়ে পলোগ্রাউন্ড মাঠে চলে আসতে হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, বিএনপিকে বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাদের কালুরঘাটে যাওয়ার অনুমতি ছিলো না। সেখানে অন্য রাজনৈতিক কর্মসূচি চলছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকায় তাদের সেখানে যেতে দেওয়া হয়নি।  

এর আগে শনিবার (২৬ মার্চ) রাতে কালুরঘাট বেতার কেন্দ্রে সমাবেশ কর্মসূচি স্থগিত করে নগর বিএনপি। বেতার কেন্দ্রের পরিবর্তে নগরের পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় তারা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।