ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বাধীনতার বায়ান্নতে চবি শিক্ষার্থীর ৫২ কিলো ম্যারাথন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
স্বাধীনতার বায়ান্নতে চবি শিক্ষার্থীর ৫২ কিলো ম্যারাথন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার ৫২ বছরে পদার্পণের দিন শহীদদের সম্মানে ৫২ কিলোমিটার ম্যারাথন দৌঁড় অংশগ্রহণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী বিশ্বজিৎ রায় ও স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী সালাহ উদ্দিন।  

শনিবার (২৬ মার্চ) সকালে রাঙামাটি স্টেডিয়াম থেকে শুরু করে দুপুর দেড়টায় চবির স্মৃতিসৌধ এসে শেষ হয় এ ম্যারাথন।

বিশ্বজিৎ রায় বাংলানিউজকে বলেন, আমি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি এ ম্যারাথন উৎসর্গ করলাম। পাশাপাশি চবির লোকপ্রশাসন পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বিভাগের শিক্ষকদের অনুপ্রেরণা ও সহযোগিতায় এ ম্যারাথন সম্পন্ন করতে পেরেছি। এর আগে গত ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের মানিকছড়ি থেকে চবি স্মৃতিসৌধ পর্যন্ত ৫০ কিলোমিটার ম্যারাথন দৌঁড় সম্পন্ন করেছিলাম। আমার স্বপ্ন আগামীতে মালেশিয়ায় অনুষ্ঠিত ট্রায়াথলেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আয়রন খেতাব অর্জন করা। সবার সহযোগিতা ও দোয়া চাই।


বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।