ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘বিএনপির ইতিহাস বিকৃতি’র প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
‘বিএনপির ইতিহাস বিকৃতি’র প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ 

চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক স্বাধীনতার ইতিহাস বিকৃতির অভিযোগে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। বিভিন্ন সময়ে ‘পরিকল্পিত নাশকতা সৃষ্টি’রও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৬ মার্চ) নগরের বহদ্দারহাট এলাকার বেতার কেন্দ্রের সামনে নগর ছাত্রলীগের এই প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচি, নৈরাজ্য ও নাশকতা চট্টগ্রামের মাটিতে হতে দেওয়া যাবে না।

ছাত্রলীগের নেতা-কর্মীরা রাজপথে অবস্থান নিয়ে বিএনপির কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেন।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত, নগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঈনুর রহমান মঈন, সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ার, সম্পাদক মন্ডলীর সদস্য ইমরান আলী মাসুদ, মনির চৌধুরী, নাছির উদ্দিন কুতুবী, ওসমান গনি, নেওয়াজ খান, আলাউদ্দিন বাবু, আবু সায়েম ও আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় নগরের বিভিন্ন ওয়ার্ড থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কলেজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ২৬ মার্চ, ২০২২
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।