ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চুনতি খান ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু চিকিৎসাসেবা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
চুনতি খান ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু চিকিৎসাসেবা 

চট্টগ্রাম: স্বাধীনতা দিবস উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিয়েছে লায়ন্স ক্লাব পারিজাত এলিট নামে একটি সংগঠন।  

শনিবার (২৬ মার্চ ) খান ফাউন্ডেশন, চুনতি’র উদ্যোগে লোহাগাড়ার চুনতি গ্রামে দিনব্যাপি এ সেবা দেন সংগঠনটির বিশেষজ্ঞ চিকিৎসকরা।

 

এতে বিভিন্ন উপজেলার গরীব ও সুবিধাবঞ্চিত ৯০০ জন পুরুষ-মহিলা এবং শিশুকে চক্ষু রোগের চিকিৎসা, ঔষধ, চশমা দেওয়া হয়। এছাড়া ১৩৫ জন ছানি পরা রোগীকে বিনামূল্যে অপারেশন করিয়ে দিবে খান ফাউন্ডেশন।

 গত ৬ বছর ধরে দক্ষিণ চট্টগ্রামের গরীব ও অসহায় সুবিধাবঞ্চিত মানুষকে সেবা দিয়ে আসছে খান ফাউন্ডেশন-চুনতি।

এসময় উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদ খান, ভাইস চেয়ারম্যান মাসুদ খান এফসিএ এফসিএমএ, বিশ্বব্যাংকের সিনিয়র লিড ফিন্যান্সিয়াল কনসালটেন্ট সুরাইয়া জান্নাত এফসিএ, আইসিএবি সাবেক প্রেসিডেন্ট ও লায়ন পারিজাত এলিটের সাবেক সভাপতি লায়ন পারভীন মাহমুদ এফসিএ, বর্তমান সভাপতি লায়ন মো. জয়নাল, সাধারণ সম্পাদক জাহানারা, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল কামাল এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য মামুন চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।