ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শহীদ মিনারে উদীচী চট্টগ্রামের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
শহীদ মিনারে উদীচী চট্টগ্রামের শ্রদ্ধা ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ ত্রিশ লাখ বীর সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে উদীচী চট্টগ্রাম।  

শনিবার (২৬ মার্চ) সকালে নন্দনকানন পুলিশ প্লাজা থেকে র্যা লি সহকারে উদীচী সংগঠক ও কর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে যান।

এসময় তাদের কন্ঠে ছিল মুক্তিযুদ্ধের রণসঙ্গীত। এরপর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণের সময় উদীচী চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশ, সহ-সভাপতি প্রবাল দে, বিধান বিশ্বাস ও তপন শীল, সহ সম্পাদক জয় সেন ও ভাস্কর রায়, সম্পাদকমণ্ডলীর সদস্য রমেন দাশগুপ্ত ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

এসময় উদীচীর পক্ষ থেকে মুক্তিযুদ্ধের চার মূলনীতির ভিত্তিতে দেশ পরিচালনা, বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, সাম্প্রদায়িক শক্তির উত্থান প্রতিহত করা এবং একাত্তরের মানবতাবিরোধীদের অসমাপ্ত বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।