ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বাধীনতা দিবসে খোলা ‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
স্বাধীনতা দিবসে খোলা 
‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর' ...

চট্টগ্রাম: মহান মুক্তিযুদ্ধে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে নগরের দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লাইন্সে গড়ে তোলা হয়েছে ‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর-চট্টগ্রাম’। মহান স্বাধীনতা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সবার জন্য উন্মুক্ত থাকবে বলে বাংলানিউজকে জানিয়েছেন সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহাদত হুসেন রাসেল।

তিনি বলেন, আগামীকাল শনিবার (২৬ মার্চ)  মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, চট্টগ্রাম’ সকাল ১০টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কোনো প্রবেশ মূল্য থাকবে না।

নগরবাসীকে সন্তান-সন্ততি ও পরিবারের সবাইকে নিয়ে জাদুঘর পরিদর্শনের আহ্বান জানাই।  

তিনি বলেন, আগামীকাল শনিবার একদিনের জন্য খোলা থাকবে। জাদুঘর রমজানের পরে খোলা রাখার পরিকল্পনা রয়েছে। প্রবেশ মূল্য এখনো নির্ধারণ করা হয়নি।

বাংলাদেশ সময়: ২২০৫  ঘণ্টা, ২৫ মার্চ, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।