ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গণহত্যা দিবসে শহীদদের স্মরণ করলো জেলা প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
গণহত্যা দিবসে শহীদদের স্মরণ করলো জেলা প্রশাসন ...

চট্টগ্রাম: পঁচিশে মার্চ কালোরাতে পাক হানাদার বাহিনীর গণহত্যায় নিহত বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রদীপ প্রজ্বালন করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে খুলশী থানাধীন পাহাড়তলী বধ্যভূমিতে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, নগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ২৫ মার্চ, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।