ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পঁচিশে মার্চ কালরাত্রি স্মরণে উদীচীর আলোর মিছিল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
পঁচিশে মার্চ কালরাত্রি স্মরণে উদীচীর আলোর মিছিল  ...

চট্টগ্রাম: ১৯৭১ সালের পঁচিশে মার্চ কালোরাত্রিতে গণহত্যার শহীদদের স্মরণে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে।

উদীচী জেলা সংসদের সভাপতি জসীম চৌধুরী সবুজের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন উদীচী জেলা সংসদের সহ সভাপতি ডা. অসীম চৌধুরী, আলোকময় তলাপাত্র, সুনীল ধর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশ এবং সহ সাধারণ সম্পাদক শ্যামল ধর ও জয়তী ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো অন্ধকার পরাশক্তির কাছে কখনো মাথা নত করবে না, স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে বাংলাদেশের অগ্রযাত্রায় আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে। সব অশুভশক্তিকে পরাজিত করে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলে আলোকিত সমাজ গঠনের মধ্যে দিয়ে রাষ্ট্রকে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২৫ মার্চ, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।