ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেজর নয়, বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এমএ হান্নান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
মেজর নয়, বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এমএ হান্নান বীর মুক্তিযোদ্ধা এমএ হান্নানের সমাধিতে ফলক উন্মোচন করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম: কোনো এক মেজরের কণ্ঠে নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তৎকালীন চট্টগ্রাম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা এমএ হান্নান প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। ইতিহাস বিকৃতি করে যারা স্বাধীনতার প্রথম ঘোষণা হিসেবে দাবি করেন তাদের সম্পর্কে নতুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরার সময় এসেছে।

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী শুক্রবার (২৫ মার্চ) স্টেশন রোডের চৈতন্য গলি নগর বাইশ মহল্লা কমিটির কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা এমএ হান্নানের সমাধিতে ফলক উন্মোচন ও শ্রদ্ধা নিবেদনকালে এসব কথা বলেন।  

মেয়র বলেন, ইতিহাসের সত্য কেউ গোপন করতে পারে না, কারণ ইতিহাস তার সঠিক নিয়মেই চলে।

মেয়র নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে অবগত হয়েই বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।  

তিনি বলেন, পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে একটি দল মিথ্যা ইতিহাস প্রতিষ্ঠায় লিপ্ত। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা থেকে দূরে রেখেছিল। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা সরকার প্রতিষ্ঠা করে নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস থেকে জ্ঞান অর্জন করার দ্বার উন্মোচন করেন। এরই ধারাবাহিকতা বজায় রেখে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে পরিণত হতে পারে। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।  

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, একেএম সরোয়ার কামাল, বাইশ মহলা কমিটির সর্দার মো. ইউসুফ, এসএম শওকত হোসেন, ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, অধ্যাপক মো. ইসমাইল, ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, ওয়াসিম উদ্দিন চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, আবদুল মান্নান, চসিক সচিব খালেদ মাহমুদ, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, দোকান মালিক সমিতির মো. সাহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী রেজাউল বারী ভূঁইয়া, স্থপতি আবদুল্লাহ আল ওমর প্রমুখ।  

শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কমান্ডার মোজাফ্ফর আহমেদ।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।