ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অপারেশন সার্চ লাইট বাঙালি নিশ্চিহ্ন করার নারকীয় পরিকল্পনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
অপারেশন সার্চ লাইট বাঙালি নিশ্চিহ্ন করার নারকীয় পরিকল্পনা ...

চট্টগ্রাম: পঁচিশে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ ও সূর্যাস্তের পর শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগর।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি  ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম।

 

প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, নারীনেত্রী দিলোয়ারা ইউসুফ, চবি শিক্ষক হিমু হামিদ।

 

বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, আবু বক্কর সিদ্দিক, ফোরকান উদ্দিন আহমেদ, বাদশা মিয়া, গৌরী শংকর চৌধুরী, সেলিম চৌধুরী, অ্যাডভোকেট ইফতেখার রাসেল, সাহেদ মুরাদ শাকু, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, হাজি সেলিম রহমান, মো. জসীম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, ডা. ফজলুল হক সিদ্দিকী, সাদাত আনোয়ার সাদী, অ্যাডভোকেট মোস্তাফা আনোয়ার, আরিফ মঈনুদ্দিন, নুরুল হুদা চৌধুরী, মো. নাজিম উদ্দিন, পংকজ রায়, মুস্তাফিজুর রহমান বিপ্লব, আনিসুর রহমান, অ্যাডভোকেট মিলাদুল আমীন, শফিকুর রহমান, ফারজানা মিলা, উপাধ্যক্ষ চন্দন দাশ, সেলিনা আকতার, নবী হোসেন সালাউদ্দিন, ব্রাহীম চৌধুরী, শীলা চৌধুরী, অ্যাডভোকেট সৈকত দাশগুপ্ত, রিজিয়া সুলতানা, সোহেল ইকবাল, মোহাম্মদ সিরাজ, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, মো. হোসেন চৌধুরী সাদ্দাম, শহিদুল আলম লিটন, ইকবাল করিম, ডা. মনিরুল ইসলাম, আশরাফ খান, নয়ন মজুমদার, শাহাদাত টিপু, ইমাম শাকিব, আইমান উদ্দিন, উত্তম দাশ প্রমুখ।  

এমএ সালাম বলেন, একাত্তরের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা। একটি জনগোষ্ঠীর স্বাধিকারের দাবিকে চিরতরে মুছে দিতে এবং বাঙালি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার নারকীয় পরিকল্পনা 'অপারেশন সার্চ লাইট'। এ ভয়াবহতম নৃশংসতম হত্যাযজ্ঞের স্মরণে ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে চতুর্দশ অধিবেশনে ২৫ মার্চকে জাতীয় জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করা হয়। এ দিবসটি আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান আজ সময়ের দাবি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।