ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১৭ শিশুর চোখে ফিরেছে আলো 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
১৭ শিশুর চোখে ফিরেছে আলো  পৃথিবীর সৌন্দর্য দেখতে পেল রোহিঙ্গা ও কক্সবাজার এলাকার জন্মান্ধ ১৭ শিশু

চট্টগ্রাম: অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় পৃথিবীর সৌন্দর্য দেখতে পেল রোহিঙ্গা ও কক্সবাজার এলাকার জন্মান্ধ ১৭ শিশু। গত ৮ মার্চ ও ২২ মার্চ দুই দফা অস্ত্রোপাচারের পর বৃহস্পতিবার (২৪ মার্চ) চট্টগ্রাম চক্ষু হাসপাতালে এসব শিশুর চোখের বাঁধন খুলে দেওয়া হয়।

 

গত ৮ মার্চ ৯ জন এবং ২২ মার্চ আরও ৮ জনের এ  অস্ত্রোপচারে যাবতীয় খরচ বহন করে আরবিস এবং কারিগরি সহায়তা দেয় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল।

অস্ত্রোপাচারের পর অভিভাবকরা জানান, এতদিন সন্তানের চোখ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম।

অরবিসসহ সবার কাছে কৃতজ্ঞ। যারা আমাদের সন্তানের চোখের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করেছে। এই চিকিৎসার ফলে আমাদের সন্তানের সঠিক ভবিষ্যৎ নিশ্চিত হয়েছে।

অরবিস কর্মকর্তারা বলেন, ১৯৮৫ সাল থেকে চক্ষু হাসপাতালর মাধ্যম অরবিস বাংলাদেশ কাজ শুরু করেছে। বিশ্বের ৯২টি দেশে অরবিসের কার্যক্রম বিস্তৃত রয়েছে। প্রতি বছরই আমাদের এ কার্যক্রম চলছে। সবার সহযোগিতা থাকলে আমাদের এ সেবা অব্যহত রাখতে পারবো।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।