ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টিসিবি পণ্য গুদামে, ডিলার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
টিসিবি পণ্য গুদামে, ডিলার আটক প্রতীকী ছবি

চট্টগ্রাম: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সরবরাহ করা পণ্য ক্রেতাদের কাছে বিক্রি না করে মজুদ করায় গুদামে অভিযান চালিয়ে তেলসহ টিসিবির নির্ধারিত তিনটি ভোগ্যপণ্য জব্দ করেছে র‌্যাব-৭।  

মঙ্গলবার (২২ মার্চ) ভোরে নগরের সিমেন্ট ক্রসিং এলাকায় ডিলার মো. রাশেদের গুদামে অভিযান চালানো হয়।

 

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বাংলানিউজকে বলেন, টিসিবির ভোগ্যপণ্য গুদামে অবৈধভাবে মজুদের খবর পেয়ে আমরা অভিযান চালাই। সেখানে প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল, পাঁচ কেজি চিনি ও ৫০০ কেজি মসুর ডাল জব্দ করা হয়েছে।

 

তিনি জানান, আমরা অভিযান করার সময় রাশেদ গুদামে ছিলেন না। পরে অভিযান চালিয়ে  রাশেদসহ তিনজনকে আটক করা হয়েছে। এসব পণ্য বিক্রির জন্য না পাঠিয়ে কেন গুদামে রাখা হয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি।  

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মার্চ ২২ , ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।