ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির ডিন নির্বাচনে ৮ অনুষদে ২২ প্রার্থী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
চবির ডিন নির্বাচনে ৮ অনুষদে ২২ প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৮ অনুষদের ডিন নির্বাচনে এবার তিন দলের ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

রোববার (২০ মার্চ) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ডিন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এসএম মনিরুল হাসান বাংলানিউজকে বলেন, ডিন নির্বাচনে ৮টি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন গত ১৪ মার্চ।

এর মধ্যে ২ জন প্রার্থী ২০ মার্চ মনোনয়ন প্রত্যাহার করেন।

আগামী ৩০ মার্চ সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে।
  
মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম এবং সমাজবিজ্ঞান অনুষদের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।  

এবার ডিন নির্বাচনে অংশ নিয়েছেন তিন দলের মনোনীত ১৫ প্রার্থী ও ৭ বিদ্রোহী প্রার্থী।  

নির্বাচনে অংশ নেওয়া তিনটি দল হলো- আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষক সমর্থিত হলুদ দল, বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সমর্থিত সাদা দল এবং বিএনপিপন্থী একাংশ শিক্ষক সমর্থিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এরমধ্যে বিদ্রোহী প্রার্থীরা সবাই আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষক সমর্থিত হলুদ দলের।  

হলুদ দলের মনোনীত প্রার্থীরা হলেন, কলা ও মানববিদ্যা অনুষদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, বিজ্ঞান অনুষদে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, ব্যবসায় প্রশাসন অনুষদে হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. হেলাল উদ্দীন নিজামী, সমাজবিজ্ঞান অনুষদে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, আইন অনুষদে অধ্যাপক মো. জাকির হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদে কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, জীব বিজ্ঞান অনুষদে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদ হোসেন, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদে ফিশারিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ-উন-নবী।

হলুদ দলের বিদ্রোহী প্রার্থীরা হলেন, কলা ও মানববিদ্যা অনুষদে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক, বিজ্ঞান অনুষদে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. নাসিম হাসান ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, সমাজবিজ্ঞান অনুষদে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রহমান নাসির উদ্দীন, আইন অনুষদে অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, ইঞ্জিনিয়ারিং অনুষদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. কাজী তানভীর আহাম্মদ রনি, জীব বিজ্ঞান অনুষদে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর।

সাদা দলের ৩ প্রার্থী হলেন জীববিজ্ঞান অনুষদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। কলা ও মানববিদ্যা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল মান্নান।  

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রার্থীরা হলেন, ব্যবসায় প্রশাসন অনুষদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, কলা ও মানববিদ্যা অনুষদে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ।  জীব বিজ্ঞান অনুষদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদে মেরিন সায়েন্সেস ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।