ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর জন্মদিনে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিইউজের নানা আয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিনে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিইউজের নানা আয়োজন বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস।

চট্টগ্রাম: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে।  

প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সভাপতি কলিম সরওয়ার, প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহসভাপতি অনিন্দ্য টিটো, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য মহসিন চৌধুরী, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি রাশেদ মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ ও তপন চক্রবর্তী।

সঞ্চালনা করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।  

প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, জাতির পিতার জন্ম না হলে আমরা এ দেশ কল্পনাও করতে পারতাম না।

তিনি স্বাধীনতার যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণাকে বিভ্রান্ত করতে একটি চক্র বরাবরই মিথ্যার আশ্রয় নিয়েছে। জাতির পিতার ঐতিহাসিক সাতই মার্চের ভাষণে পুরো দেশ ও জাতি যেভাবে উজ্জীবিত হয়েছিলো, তার ফল হচ্ছে আজকের স্বাধীন বাংলাদেশ।  

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সহায়তাদানকারী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর নামে চট্টগ্রাম প্রেস ক্লাবে কর্নার স্থাপনের আগ্রহ প্রকাশ করেন তিনি।   

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে জাতির পিতার ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সম্বলিত ম্যুরাল স্থাপনের পাশাপাশি ভবনের টপ ফ্লোরে জাতির পিতার নামে বঙ্গবন্ধু হল নির্মাণ করা হয়েছে। বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম প্রেস ক্লাবের নিচে রয়েছে বঙ্গবন্ধুর নান্দনিক ম্যুরাল এবং উপরে রয়েছে বঙ্গবন্ধু হল। সেই সঙ্গে রয়েছে বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের বিশাল ক্যানভাস। দু’টো স্থাপনাই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।  

এ সময় প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কার্যকরী সদস্য মহররম হোসাইন, সিনিয়র সদস্য মাখন লাল সরকার, দেবপ্রসাদ দাস, সিরাজুল করিম মানিক, মাহবুবুর রহমান, ই পারভেজ ফারুকী, সুভাষ কারণ, তপন দাশবর্মন,  মোহাম্মদ ফারুক, রাজেশ চক্রবর্তী, নিপুল কুমার দে, আল রাহমান, ফরিদ উদ্দিন, সুবল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।