ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ প্রতীকী ছবি

চট্টগ্রাম: পবিত্র শবে বরাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সব ধরনের আতশবাজি ও পটকা ফাটানো, উৎপাদন, বিক্রি, মজুদ ও বহন নিষিদ্ধ ঘোষণা করেছে।

বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখা থেকে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহাদত হুসেন রাসেল।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাত উপলক্ষে শিশু কিশোরসহ অনেকে আতশবাজিসহ বিভিন্ন ধরনের পটকা ফাটানোর চেষ্টা করে থাকে।

পটকা ফাটানোর ফলে ধর্মপ্রাণ মুসলমানদের ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ইবাদত-বন্দেগিতে বিঘ্ন ঘটে ও শবে বরাতের ভাবগাম্ভীর্য ক্ষুণ্ন করে এবং জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। এমতাবস্থায়, আইন-শৃঙ্খলা রক্ষাসহ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শুক্রবার (১৮ মার্চ) দিবাগত রাত পবিত্র শব-ই-বরাত উপলক্ষে সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ মার্চ) ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফাটানো, উৎপাদন, বিক্রয়, মজুদ ও বহন নিষিদ্ধ ঘোষণা করা হল। আতশবাজি, পটকা ফাটানো ও উৎপাদন, বিক্রয়, মজুদ ও বহন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।