ঢাকা, শনিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ জুন ২০২৪, ২৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে পিঠা উৎসব আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে পিঠা উৎসব আয়োজন

চট্টগ্রাম: ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে আয়োজন করা হয়েছে পিঠা উৎসব।  

মঙ্গলবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উৎসবের উদ্বোধন করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব।  

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, বাংলার সংস্কৃতিতে পৌষ-পার্বন আর মেলা একটি অপরিহার্য অংশ।

যেকোনো উৎসব বাঙালীর হৃদয়কে করে আন্দোলিত। কালের পরিক্রমায় বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে অনেক ঐতিহ্যবাহী পিঠা পুলি। এমনি একটি সময়ে বাঙালীর ঐতিহ্য রক্ষায় আজকের এই পিঠা উৎসব সত্যিই প্রসংশার দাবিদার।  

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এ.এন. এম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. নারায়ন বৈদ্য, রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, ডেপুটি রেজিস্ট্রার সালাহ উদ্দিন শাহরিয়ার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এমআর/টিসি 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।