ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঝুঁকি মোকাবিলায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া ভূমিকা রাখবে 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
ঝুঁকি মোকাবিলায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া ভূমিকা রাখবে  ...

চট্টগ্রাম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় সারা দেশের মতো চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০টায় আলোচনা সভার পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নগরের নাসিরাবাদের চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়ার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে বাঁচতে বিভিন্ন কলাকৌশল দেখানো হয়।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা। ’

ডিসি বলেন, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া আয়োজনের ফলে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার মধ্যে দুর্যোগে ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বাড়বে। বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে নিজেকে, পরিবারের সদস্যদের ও প্রতিবেশীকে রক্ষায় এ মহড়া গুরুত্বপূর্ণ অবদান রাখবে।  

জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয়  সরকার) মো. বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী। ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকসহ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে বাঁচতে বিভিন্ন কলাকৌশল দেখানো হয়।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।