ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হজ প্রশিক্ষণ কেন্দ্রের নামে ভূমি দখল, উচ্ছেদ করলেন ম্যাজিস্ট্রেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
হজ প্রশিক্ষণ কেন্দ্রের নামে ভূমি দখল, উচ্ছেদ করলেন ম্যাজিস্ট্রেট ...

চট্টগ্রাম: সমাজকল্যাণ সংস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং হজ প্রশিক্ষণ কেন্দ্রের নাম ব্যবহার করে পাহাড় দখলকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরের বায়েজিদ থানাধীন মাঝের ঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।

 

অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর কর্মকর্তারা এবং বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১০ জন পুলিশ সদস্য।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান বাংলানিউজকে বলেন, পরিচালিত অভিযানে দখলকৃত জায়গার প্রধান গেট গুঁড়িয়ে দেওয়া হয়।

এছাড়াও ১০টি স্থাপনা ও একটি বসতবাড়ি উচ্ছেদ করা হয়।  

তিনি বলেন, ভূমিদস্যুরা পাহাড়ের পাদদেশে প্লট করে ২ থেকে ৩ লাখ টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেন বলে উপস্থিত স্থানীয় লোকজন অভিযোগ করেন। পাহাড় কেটে পরিবেশের ক্ষতি যারা করবে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ১০ মার্চ, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।