ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সারদা মিলসকে ১ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
সারদা মিলসকে ১ লাখ টাকা জরিমানা চসিকের ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন অভয়মিত্র ঘাট এলাকার সারদা মিলসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় সোমবার (৭ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।  

চসিক সূত্র জানায়, অপর এক অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

তিনি মাংসবিহীন দিবসে (সোমবার) মাংস বিক্রি করার দায়ে কর্ণফুলী মার্কেটের ৭ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া দেওয়ানহাট ওভারব্রিজের নিচে সড়ক দখল করে বাঁশ বিক্রি ও পোস্তারপাড় এলাকায় সড়কের ওপর টায়ার রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৪ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহায়তা করেন।  

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ৭ মার্চ, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।