ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রেস ক্লাবে জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
প্রেস ক্লাবে জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন  চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা জানান সাংবাদিক নেতারা।

চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে প্রেস ক্লাব প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়েছে।  

সোমবার (৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সিইউজের সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম।

সঞ্চালনা করেন সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দীপনামূলক বক্তব্যে দেশের সর্বস্তরের মানুষ উজ্জীবিত হয়েছিলেন উল্লেখ করে আলী আব্বাস বলেন, তাঁর দিকনির্দেশনামূলক ঐতিহাসিক ভাষণ বর্তমানে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত।

 

এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি মহান স্বাধীনতা সংগ্রামে সর্বোচ্চ সহায়তাকারী দেশ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীকে স্মরণ করেন প্রেস ক্লাব সভাপতি। একইসঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।  

এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, সিইউজের কার্যকরী সদস্য মহররম হোসাইন, সিনিয়র সদস্য জামালুদ্দীন ইউছুফ, দেবপ্রসাদ দাস, সুভাষ কারণ, মোহাম্মদ ফারুক, আলমগীর সবুজ, খোরশেদুল আলম শামীম, আল রাহমান, মান্নান মেহেদী, মিয়া মো. আরিফ, রাজেশ চক্রবর্তী, আরিফ রায়হান, আজিজুল কদির, আহমেদ কুতুব, রাহুল দাশ নয়ন, সুবল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।