ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নতুন প্রজন্মকে সাংস্কৃতিক বোধসম্পন্ন মানুষ হিসেবে গড়তে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
নতুন প্রজন্মকে সাংস্কৃতিক বোধসম্পন্ন মানুষ হিসেবে গড়তে হবে ...

চট্টগ্রাম: ২৩ বছর আগে যশোরে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলনে বোমা হামলায় জড়িত উগ্রবাদী গোষ্ঠীকে বিচারের আওতায় এনে এর বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।  

রোববার (৬ মার্চ) বিকেলে নগরের জামালখান মোড়ে ডা. খাস্তগীর সরকারি স্কুলের সামনে আয়োজিত ‘যশোর হত্যাকাণ্ড দিবস‘ উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ আয়োজিত প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে বক্তারা এ দাবি জানান।

১৯৯৯ সালের ৬ মার্চ যশোরের টাউন হলে উদীচীর জাতীয় দ্বাদশ সম্মেলনে বর্বরোচিত বোমা হামলার বিচারের দাবিতে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উদীচীর জেলা সংসদের সহ-সভাপতি মাহবুবুর রহমান।  

‘সাথিদের খুনে রাঙা পথে দেখো হায়নার আনাগোনা, সইব না...‘ স্লোগানকে সামনে রেখে হওয়া সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দীন সিকদার, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশ, সহ-সাধারণ সম্পাদক জয়তী ঘোষ।

 

বক্তারা বলেন, ২৩ বছর আগে উদীচীর সম্মেলনে বোমা হামলায় জড়িত উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীকে বিচারের আওতায় এনে অবিলম্বে এই বর্বরোচিত বোমা হামলার বিচার সম্পন্ন করতে হবে। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার জন্য এবং আগামী প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক বোধসম্পন্ন মানবিক মানুষ হিসেবে এগিয়ে নিতে সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে।  

অনুষ্ঠানে একাত্মতা জানিয়ে আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদ এবং প্রতিবাদী গান পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলার শিল্পীরা।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।