ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খালের অবৈধ দখলদার উচ্ছেদে চসিকের কঠোর অবস্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
খালের অবৈধ দখলদার উচ্ছেদে চসিকের কঠোর অবস্থান চসিকের উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম: নগরের প্রধান সমস্যা জলাবদ্ধতা থেকে নগরবাসীর ভোগান্তি লাঘব, খালগুলোর চিরচেনা রূপ পুনরুদ্ধারের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।  

রোববার (৬ মার্চ) সকালে পূর্ব ষোলশহর ওয়ার্ডের মাইজপাড়ার বীর্জাখাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, নগরের সব খাল থেকে পর্যায়ক্রমে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

অবৈধ দখলদারদের উচিত অভিযানের আগেই দখল ছেড়ে দিয়ে চসিককে সহযোগিতা করা।  

তিনি নগরের জলাবদ্ধতা নিরসনে এ উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলে জানান।  

অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে চসিকের নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীসহ কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ৩০ আনসার ব্যাটালিয়ন সহায়তা করে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।