ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহসিন কলেজ অধ্যক্ষের কার্যালয়ে ছাত্রলীগের ভাংচুর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
মহসিন কলেজ অধ্যক্ষের কার্যালয়ে ছাত্রলীগের ভাংচুর 

চট্টগ্রাম: হাজী মুহম্মদ মহসিন কলেজের অধ্যক্ষের কার্যালয়ে ভাংচুর চলিয়েছে ছাত্রলীগ।

শনিবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের করিডোরে এ ভাংচুর চালানো হয় বলে জানিয়েছেন চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান।

তিনি বাংলানিউজকে বলেন, আগামী ৭ মার্চ উপলক্ষে কর্মসূচি ঠিক করতে অধ্যক্ষের সঙ্গে মিটিং করছিল কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি। এসময় সংগঠনের জুনিয়র নেতাকর্মীরা অধ্যক্ষের কার্যালয়ে বহিরাগত আছে জানিয়ে ভাংচুর চালায়।

 

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।  

পুলিশ ভাংচুরের বিষয়টি স্বীকার করলেও এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল ইসলাম।

তিনি বাংলানিউজকে বলেন, আমার প্রতিষ্ঠানে অনার্স তৃতীয়বর্ষের পরীক্ষা চলছে। ভাংচুরের মত কোনো ঘটনা ঘটে নি। আর যদি ঘটে থাকে, তা নিজেদের মধ্য হতে পারে।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এমআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।