ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হ্যান্ডবল খেলােয়াড়দের পুনর্মিলনী শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
হ্যান্ডবল খেলােয়াড়দের পুনর্মিলনী শনিবার ...

চট্টগ্রাম: সাবেক ও বর্তমান হ্যান্ডবল খেলােয়াড়দের পুর্নমিলনী অনুষ্ঠিত হবে শনিবার (৫ মার্চ)।  

শুক্রবার (৪ মার্চ) সকালে এমএ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হ্যান্ডবল প্লেয়ার্স রিইউনিয়নের নেতারা।

সাবেক খেলােয়াড়দের নিয়ে প্রথমবারের মতাে এ পুর্নমিলনী হচ্ছে। যা হ্যান্ডবলে দেশে প্রথম।
 

চট্টগ্রাম অফিসার্স ক্লাবে দিনব্যাপী এ আয়ােজনে থাকছে আলােচনা, স্মৃতিচারণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যাতে মিলনমেলা ঘটবে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি এবং হ্যান্ডবলের প্রসার ও উন্নয়নে কাজ করবে এ প্ল্যাটফর্ম।  

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিকেল ৩টায় থাকবে প্রীতিম্যাচ। সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান উপদেষ্টা আ ন ম ওয়াহিদ দুলাল, আহ্বায়ক মনােরঞ্জন সাহা, সদস্যসচিব মোহাম্মদ মারুফসহ সাবেক খেলােয়াড়রা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ৪ মার্চ, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।