ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

'জয় বাংলা' আমাদের চেতনার উৎস ও প্রেরণার শক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
'জয় বাংলা' আমাদের চেতনার উৎস ও প্রেরণার শক্তি মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রামের আনন্দ সমাবেশ

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রামের উদ‍্যোগে নগরের নিউমার্কেট চত্বরে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হওয়ায় আনন্দ সমাবেশ সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৪ মার্চ) বিকেলে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, আবদুল মালেক খান, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, ডা. ফজলুল হক সিদ্দিকী,নুরুল হুদা চৌধুরী, মো.কামাল উদ্দিন, রাজীব চন্দ, নবী হোসেন সালাউদ্দিন, সোহেল ইকবাল, ইমরান মুন্না, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, আশরাফ খান, এসএম রাফি, মিশু সেন, আবদুর রহিম, সেলিম উদ্দিন, আরিফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, 'জয় বাংলা' আমাদের চেতনার উৎস ও প্রেরণার শক্তি। এ স্লোগান হৃদয়ে ধারণ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে বীর বাঙালি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশমাতৃকাকে স্বাধীন করেছিল।

'জয় বাংলা' ছিল আমাদের ভৌগোলিক, সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির স্লোগান। দেরিতে হলেও 'জয় বাংলা' স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ায় বাঙালি হিসেবে আমরা গর্বিত। ২০২০ সালে হাইকোর্ট 'জয় বাংলা'কে জাতীয় স্লোগান করার নির্দেশনা দেন। অতিসম্প্রতি সরকার তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রজ্ঞাপন জারি করে।

নেতৃবৃন্দ বলেন, তরুণ প্রজন্ম, যারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে তাদের 'জয় বাংলা' স্লোগানে শাণিত হয়ে মুজিব আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।