ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী মার্টকে ৫০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
খুলশী মার্টকে ৫০ হাজার টাকা জরিমানা চসিকের অভিযান

চট্টগ্রাম: কর্মরত কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা ও অবহেলা দ্বারা সেবাগ্রহীতার নিরাপত্তা বিপন্নকারী কাজ করায় খুলশী মার্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

 

বাংলানিউজকে এসব তথ্য জানান চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।  

তিনি জানান, চসিকের উদ্যোগে নগরের খুলশী থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিচালিত হয়েছে।

এ সময় কর্মরত কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা ও অবহেলা দ্বারা সেবাগ্রহীতার নিরাপত্তা বিপন্নকারী কাজ করায় খুলশী মার্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযানে অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ৩ মার্চ, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।