ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার ব্যাংকের সাড়ে ৩৯ কোটি টাকা আত্মসাতের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, মার্চ ২, ২০২২
প্রিমিয়ার ব্যাংকের সাড়ে ৩৯ কোটি টাকা আত্মসাতের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ...

চট্টগ্রাম: বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের সাড়ে ৩৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় আইমান এন্টারপ্রাইজের মালিক ব্যবসায়ী মো. শাহ আলমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  

বুধবার (২ মার্চ ) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুনসি আবদুল মজিদের আদালতে সাক্ষ্যগ্রহণ হয়।

 

আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রামের মেসার্স আইমান এন্টারপ্রাইজের মালিক মো. শাহ আলম সই জাল করে ১১২ দশমিক ৯৭ শতাংশ জমি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, খাতুনগঞ্জ শাখায় বন্ধক রেখেছেন। এ বাবদ ব্যাংক থেকে উত্তোলিত অর্থের মধ্যে ৩৯ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৭১২ টাকা আত্মসাৎ করেছেন।

২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি দুদক চট্টগ্রাম-১ নগরের কোতোয়ালী থানায় একটি মামলা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু বাংলানিউজকে বলেন, প্রিমিয়ার ব্যাংকের সই জাল করে টাকা আত্মসাতের মামলায় ব্যবসায়ী শাহ আলমের বিরুদ্ধে দুদকের মামলায় আজ বুধবার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার এক মাত্র আসামি শাহ আলম বর্তমানে পলাতক রয়েছে। শাহ আলমের বিরুদ্ধে মামলার বাদী দুদকের উপ-পরিচালক আখতারুজ্জামান সাক্ষ্য প্রদান করেছেন।  

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ০২, ২০২২ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।