ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুই হোটেলকে ৯০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ২, ২০২২
দুই হোটেলকে ৯০ হাজার টাকা জরিমানা চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে মেয়াদ ও লেভেলবিহীন পণ্য দিয়ে খাবার তৈরি, পরিবেশন, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় জামালখানের দুইটি হোটেলকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে গ্র্যান্ড সিকদার রেস্টুরেন্টকে ৬০ হাজার ও মোমিন রোডের মোগল বিরিয়ানি হাউসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।  

একই অভিযানে জামালখান সড়কে নির্দেশনা অনুযায়ী বাংলা হরফে সাইনবোর্ড না থাকায় দুইটি প্রতিষ্ঠানকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।

 

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে কদমতলী, আইস ফ্যাক্টরি রোডে নালা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা এবং রাস্তায় নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০ জনের বিরুদ্ধে মামলাসহ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।