ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিশুদের পদচারণায় মুখরিত শিক্ষাঙ্গন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মার্চ ২, ২০২২
শিশুদের পদচারণায় মুখরিত শিক্ষাঙ্গন  ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। প্রিয় শিক্ষাঙ্গন শিশুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

অনেকদিন পর  সহপাঠীদের দেখা পেয়ে উচ্ছ্বসিত তারা।

বুধবার (২ মার্চ) সকাল থেকে বিদ্যালয়ে আসতে শুরু করে শিক্ষার্থীরা।

তাদের ছিল মুখে মাস্ক। বিদ্যালয়ে প্রবেশের পর স্যানিটাইজার দিয়ে কিংবা নিজেরা হাত ধুয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীরা।  

দ্বিতীয় দফায় প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস শুরু হলো। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সপ্তাহে ছয়দিনই ক্লাস হবে। তবে ক্লাস দুই শিফটে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।  

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, করোনার সংক্রমণ কমে যাওয়ায় এখন প্রাথমিকের শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারে, সেজন্য দুইটি শিফটে ক্লাস চলবে।

করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। পরে তা বাড়ানো হয় ১ মার্চ পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ২ মার্চ, ২০২২ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।