ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে বই বিনিময় উৎসব

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
চবিতে বই বিনিময় উৎসব ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উদ্দীপ্ত বাংলাদেশের আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বই বিনিময় উৎসব হয়েছে।  

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদমিনার চত্বরে এ উৎসব হয়।

 

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ উৎসবের উদ্বোধন করেন। এ সময় চবি উপ-উপাচার্য বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, ছাত্র উপদেষ্টা সিরাজ উদ দৌল্লাহ্, শামসুন্নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা আঁখি, সংগঠনের সভাপতি হাসিবুল খান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

হাজারেরও বেশি বই নিয়ে আয়োজন করা হয় এ বই বিনিময় উৎসব।  যেকোনো পঠিত বই জমা দিয়ে বিনিময়ে নেওয়া যাবে পছন্দমতো সমান পরিমাণ বই। বই পড়ায় পাঠকদের উৎসাহিত নেওয়া হয়েছে এমন উদ্যোগ।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।