ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাংলায় সাইনবোর্ড না লেখায় চসিকের জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
বাংলায় সাইনবোর্ড না লেখায় চসিকের জরিমানা ...

চট্টগ্রাম: নির্দেশনা অনুযায়ী সাইনবোর্ডে বাংলা না লেখায় নগরের জিইসি মোড়, দামপাড়া, লালদীঘির পাড় ও ধনিয়ালাপাড়ায় অভিযান চালিয়ে ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এর মধ্যে ইল্লিয়িনাকে ১০ হাজার, ডালাস ফার্নিশিং ফেব্রিক্সকে ৫ হাজার, গ্রামসিকোকে ২ হাজার, আর্চিসকে গ্যালারিকে ১ হাজার, ওয়াসা মোড়ের চা-টাইমকে ৫ হাজার, লালদীঘিপাড়ে বাটা শোরুমকে ২হাজার, অলব্রান্ডকে ১হাজার ও এন্টিককে ১হাজার টাকা জরিমানা করা হয়।

 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।  
 
স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পৃথক অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে নগরের ধনিয়ালাপাড়া রোডের কদমতলী পর্যন্ত ৬ দোকানির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।