ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ম্যাজিস্ট্রেটের ওপর হামলা মামলায় ২ জনের রিমান্ড 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
ম্যাজিস্ট্রেটের ওপর হামলা মামলায় ২ জনের রিমান্ড 

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার জিইসি মোড় এলাকায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলার অভিযোগে গ্রেফতার ৪ আসামি মধ্যে ২ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এদের মধ্যে রানা মুর্তুজার ৫ দিন এবং  গাড়ি চালক আব্দুর রহিমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া মাসুকা সুলতানা ও জিবান সুলতানাকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন।

 

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রশিকিউশন) মো. কামরুল হাসান।

এর আগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জিইসির মোড়ে হামলার শিকার হন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে কর্মরত আছেন। পরে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে পাঁচলাইশ থানায় মামলা হয়। এদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাচঁলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার ৪ জনের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ২ জনের রিমান্ড মঞ্জুর করেন। তার মধ্যে রানা মুর্তুজার ৫ দিনের ও গাড়ি চালক আব্দুর রহিমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া মাসুকা সুলতানা ও জিবান সুলতানাকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।